এলো দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার অ্যাপ ‘কথক’

২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:২৬  
দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার সুবধিায়‘কথক’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে ইনোভেশন গ্যারেজ লিমিটেড নামের একটি দেশী সফটওয়্যার কোম্পানি। অ্যাপটি এরই মধ্যে অবমুক্ত হয়েছে গুগল প্লে স্টোরে। অ্যাপটি ডক, ডকএক্স, আরটিএফ, টেক্সট, পিডিএফ কিংবা ইমেজ ফাইল থেকে টেক্সট ফিল্টার করে সহজে ব্যবহার উপযোগী ইন্টারফেসে উপস্থাপন করে। এটি ব্যবহারের জন্য আলাদাভাবে স্ক্রিন রিডার ইন্সটল করারও প্রয়োজন হয় না। ২৬ ফেব্রুয়ারি বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন লেখক ও তথ্যপ্রযুক্তিবিদ মুহম্মদ জাফর ইকবাল অনুষ্ঠানে অ্যাপটির বিশেষত্ব তুলে ধরেন ইনোভেশন গ্যারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আশিকুর রহমান অমিত। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা এবং এটুআইয়ের প্রবেশগম্যতা বিষয়ক জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য্য বক্তব্য দিতে গেয়ে এ ধরনের অ্যাপের প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ইনোভেশন গ্যারেজ লিমিটেডের উপদেষ্টা রুহুল আমিন, ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপল সোসাইটির (ভিপস) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্লাস্ট বিডির সভাপতি মোশাররফ হোসেন মজুমদার, স্কুল অফ মাইন্ড লাইটের সহ-প্রতিষ্ঠাতা মোখলেছুর রহমান এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্যা ব্লাইন্ডের কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ রাসেল।